রাজধানীর যাত্রাবাড়ী থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ গ্রেফতার অভিযানের সময় হামলার শিকার হয়েছে পুলিশ।
জানা গেছে, রোববার দিনগত রাতে অভিযান চালিয়ে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ডাকাতদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ওয়াসিম নামে এক ডাকাত সদস্যও।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, রোববার রাতে ৫২(৯)১৭ নং মামলায় সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬ লাখ টাকা, ৩টি মোটরসাইকেল, ৪টি ছুরি ও ৭টি ককটেল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারের সময় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে ডাকাত সদস্যরা। এতে এসআই জাকির ও কনস্টেবল সাইফুল আহত হয়েছেন। গুরুতর আহত ডাকাত সদস্য ওয়াসিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
Discussion about this post