নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় এক ব্যবসায়ীর দোকানঘর থেকে চাল লুটের চেষ্টা ও জনতার হাতে গণপিটুনিতে ৮ ডাকাত নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
অপর মামলাটি করেন, আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন। এ মামলায় অজ্ঞাত কয়েক হাজার আসামি করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।
ব্যবসায়ী গফুর মিয়ার মামলার আসামিরা হলেন- ময়মনসিংহ জেলার ত্রিশাল রামপুর এলাকার মৃত আবদুল লতিফের ছেলে মানিক, একই জেলার সানা মিয়ার ছেলে সজীব, মিলন মিয়ার ছেলে সাব্বির ও চাঁদপুর কালীবাড়ি এলাকার ওসমান বেপারীর ছেলে লোকমান। এছাড়াও গণপিটুনিতে নিহত ময়মনসিংহ জেলার মধ্যপাড়া গ্রামের শওকত (৩০), একই গ্রামের রুবেল (২৮), জুয়েল ওরফে টিটু (৩২) ও নোয়াখালী জেলার রাজীব ওরফে রনির (৩৫) নামও উল্লেখ করা হয়েছে এ মামলায়।
বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারের আব্দুল গফুর মিয়ার মালিকানাধীন ‘ভাই ভাই এন্টার প্রাইজ’ চালের দোকানের সাটারের তালা ভেঙে চাল লুট করার সময় হাতে-নাতে ধরে ১২ ডাকাতকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। গণপিটুনিতে ৮ ডাকাত নিহত ও ৪ ডাকাত আহত হন।




Discussion about this post