৯০ বছরের সাজাপ্রাপ্ত আসামি শীর্ষ সন্ত্রাসী কমাল পাশা (৪৫) গাজীপুরের কাশিপুর কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন।
বুধবার (১৩ জুলাই) সকালে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয়।
কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেলা সুপার প্রশান্ত কুমার বণিক বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, কামাল পাশা ৯০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। বুধবার সকাল ৯টার দিকে কারাগারে ভেতর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কামাল পাশার মরদেহ কারাগারে রাখা রয়েছে। তিনি ২০০৫ সাল থেকে কাশিমপুর কারাগারে-২ এ বন্দি ছিলেন।




Discussion about this post