বিডি ল নিউজঃ মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতিতে অভিযুক্ত কমিশনের ৯ কর্মকর্তা-কর্মচারীর যাবতীয় তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এ সব তথ্য এসেছে।
অভিযুক্ত কর্মকর্তারা-কর্মচারীরা হলেন— দুদকের মহাপরিচালক (ডিজি) কামরুল হাসান মোল্লা, পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া, সদ্য অবসরপ্রাপ্ত পরিচালক গোলাম ইয়াহিয়া, উপ-পরিচালক ঢালী আব্দুস সামাদ, উপ-পরিচালক এস এম গোলাম মাওলা সিদ্দিকী ও সাবেক উপ-পরিচালক রঞ্জন কুমার মজুমদার। সহকারী পরিদর্শক আব্দুস সোবহান, কোর্ট সহকারী (এএসআই) নুরুল ইসলাম ও ইসহাক ফকির।দুদকের উপ-পরিচালক জুলফিকার আলী এদের বিষয়ে অনুসন্ধান করছেন।
সূত্র আরো জানায়, মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণে কমিশন থেকে অভিযুক্তদের সার্ভিস বুকের যাবতীয় তথ্য ইতোমধ্যেই সংগ্রহ করেছে দুদকের অনুসন্ধান দল। ওই ৯ জনের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে চাকরির মেয়াদ বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগের অভিযোগ রয়েছে।
নিজ কর্মকর্তা-কর্মচারীদের মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির এ অভিযোগ ২০১৪ সালের ২১ অক্টোবর কমিশনের মাসিক সভায় উত্থাপিত হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে কমিশন এতে অনুমোদন করলে ২২ অক্টোবর দুই সদস্যের একটি অনুসন্ধানকারী টিম গঠন করে অনুসন্ধান শুরু করা হয়।
Discussion about this post