
পাঁচ বছর পর সেলুলয়েডে ফিরতে চলেছেন ঐশ্বর্যা রাই বচ্চন। সঞ্জয় গুপ্তর ছবি ‘জজবা’-য় এমন লুকেই দেখা যাবে ঐশ্বর্যাকে।
কান ফিল্ম ফেস্টিভাল-এর একটি অনুষ্ঠানে ‘জজবা’র প্রথম লুক প্রকাশ্যে এল।
ঐশ্বর্যার অনুরাগীরা দীর্ঘদিন ধরেই এই ছবিটির অপেক্ষায় রয়েছেন। ‘জজবা’র প্রথম লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই বলিউডে শুরু হয়ে গিয়েছে নতুন গুঞ্জন। দীর্ঘদিন ক্যামেরার সামনে থেকে সরে থাকার পর অভিনয়ের ধারে আবার কি দাগ কাটতে পারবেন ঐশ্বর্যা? ফিরে পেতে পারবেন দর্শকের মনের আসনটি?
২০১০-এর ১৯ নভেম্বর মুক্তি পায় সঞ্জয়লীলা বনশালীর ছবি ‘গুজারিশ’। এরপর আর সেলুলয়েডে দেখা যায়নি ঐশ্বর্যাকে। হৃতিক রোশনের বিপরীতে সোফিয়া ডি’সুজার চরিত্রে ঐশ্বর্যার অভিনয় প্রচুর প্রশংসা কুড়িয়েছিল।
এরপর পরিচালক এবং প্রযোজকদের শুধু প্রতীক্ষাতেই রেখেছিলেন তিনি। অবশেষে কামব্যাক ফিল্ম হিসেবে বেছে নেন, সঞ্জয় গুপ্তর ছবি ‘জজবা’। স্বাভাবিক ভাবেই এই ছবিটিকে ঘিরে বলিউডের বিপুল প্রত্যাশা।
২০১৫-র জানুয়ারিতে ‘জজবা’-র শ্যুটিং শুরু করেন সঞ্জয় গুপ্ত। ছবিটি মুক্তি পাবে এবছরেরই ৯ অক্টোবর। ‘জজবা’ দক্ষিণ কোরিয়ার ছবি ‘সেভেন ডেজ’-এর রিমেক।
ছবিতে ঐশ্বর্যার চরিত্রের নাম অনুরাধা বর্মা। তাঁর সঙ্গে এই অ্যাকশন-ড্রামা ছবিটিতে অভিনয় করছেন ইরফান খান, শবানা আজমি, অনুপম খের, জ্যাকি শ্রফ, চন্দন রায় সান্যাল, অতুল কুলকার্নি, সানি দেওল এবং ক্যামিও চরিত্রে জন আব্রাহাম।”এবিপি আনন্দ
Discussion about this post