বিডি ল নিউজঃ স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমায় একসঙ্গে অভিনয় করা আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা এতদিন শুধু নিজেদের সর্ম্পকের কথা গুজব হিসেবে বলে আসছিল। কিন্তু নতুন খবর হল লিভ টুগেদার করারও প্ল্যান করছেন সিদ্ধার্থ-আলিয়া।
তবে এখন আর তাদের মধ্যকার সম্পর্কের বিষয়টি কারো কাছে গোপন নেই, সবাই ইতিমধ্যে জেনে গেছে তাদের রোমান্টিক সম্পর্কের কথা। এখন এক সঙ্গে একই ফ্ল্যাটে এ বসবাস করবেন রোমান্টিক এই জুটি।
সম্প্রতি. এমন গুঞ্জনই ভেসে বেরাচ্ছে বলি পাড়ায়। রণবীর আর ক্যাটরিনার মতোই নাকি আলিয়া আর সিদ্ধার্থ মালহোত্রা একসঙ্গে থাকার প্ল্যান করছেন। আজকাল নাকি তাদের শ্যুটিং না থাকলে পুরো সময়টা একসঙ্গে কাটাচ্ছেন| প্রায়ই নাকি সিদ্ধার্থকে আলিয়ার বাড়িতে দেখা যাচ্ছে। সে নাকি শুধু আলিয়া নয়‚ তার মা আর দিদির সঙ্গেও সময় কাটাতে পছন্দ করেন।
তাদের বিশ্বস্ত একজন ইন্ডিয়া.কমকে জানিয়েছেন, আলিয়া আর সিদ্ধার্থকে এখন প্রায়ই সময় বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে। দুজনে সুযোগ পেলেই একে অপরের প্রাণ খুলে প্রশংসা করেন। তাই তারা যদি একসঙ্গে থাকা শুরু করেন তাহলে আশ্চর্য হওয়ার কিছু আছে বলে মনে হয় না।”লেটেস্টবিডিনিউজ
Discussion about this post