রাজধানীর খিলগাঁও এলাকায় গোড়ানে আজ শুক্রবার বাসায় ঢুকে নীলাদ্র চ্যাটার্জি (৪০) নামে এক ব্লগারকে খুন করেছে দুর্বৃত্তরা। তিনি নিলয় নীল নামে লেখালেখি করতেন।
এ ব্যাপারে গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, নিলয় গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি ব্লগে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, খিলগাঁও গোড়ানের একটি বাড়ির পঞ্চম তলার বাসায় স্ত্রী ও বোনকে নিয়ে থাকতেন নিলয়। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক বাসা ভাড়া নেওয়ার কথা বলে ওই বাড়িতে ঢুকে পড়েন। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে নিলয়কে আঘাত করতে থাকেন। ঘটনাস্থলেই নিলয় মারা যান। পরে যুবকেরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিলয় একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, নিলয় একটি ব্লগে লেখালেখি করতেন বলে তারা শুনেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মাহবুবুর রহমান বলেন, নিলয়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার সময় তাঁর স্ত্রী বারান্দায় গিয়ে ‘বাঁচাও’, ‘বাঁচাও’ বলে চিৎকার করেন। কিন্তু কেউ এগিয়ে আসেননি।
এর আগেও দেশে বেশ কয়েকজনকে ব্লগারকে হত্যা করা হয়। গত কয়েক বছরে ব্লগার অভিজিৎ রায়, রাজিব হায়দার ওরফে শোভন, অনন্ত বিজয় দাশ ও ফেসবুকে লেখালেখি করা ওয়াশিকুর রহমানকে হত্যা করা হয়েছে । এ ছাড়া ব্লগার আসিফ মহিউদ্দিনকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়।-প্রথম আলো




Discussion about this post