তবে ইইউ জরুরি বৈঠকের এ সিদ্ধান্তে একমত হতে পারেনি হাঙ্গেরি, চেক রিপাবলিক, রোমানিয়া ও স্লোভাকিয়া। দেশগুলো এর বিপক্ষে ভোট দেয়। আর ফিনল্যান্ড ভোট দেওয়া থেকে বিরত থাকে।
চেক রিপাবলিকের স্বরাষ্ট্রমন্ত্রী মিলান শোভানেক বলেছেন, খুব শিগগিরই আমরা সম্রাটকে বস্ত্রহীন অবস্থায় দেখবো। সাধারন জ্ঞানবোধের বিলুপ্তি ঘটেছে আজ।
শরণার্থী বণ্টনের ব্যাপারে সিদ্ধান্তের কথা জানার পরপরই স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিসো বলেছেন, যতোদিন আমি প্রধানমন্ত্রী রয়েছি, আমার দেশ এ সিদ্ধান্তের বাস্তবায়ন করবে না।
আর হাঙ্গেরি জানিয়েছে, ইইউ বৈঠকের সিদ্ধান্ত দেশটি মেনে নিচ্ছে, তবে এর সম্ভাব্যতার ব্যাপারটি প্রশ্নবিদ্ধ।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী এখন গ্রিস ও ইতালিতে থাকা ৬৬ হাজার শরণার্থীকে ইইউ দেশগুলোতে বণ্টন করা হবে। একইভাবে হাঙ্গেরির সীমান্তে অনিশ্চয়তায় থাকা ৫৪ হাজার শরণার্থীকেও বণ্টন করা হবে।




Discussion about this post