ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এর আগে সোমবার (১২ অক্টোবর) ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০০০’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।। সংশোধন করা হয় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’। মূল আইনের ৯ এর ১ ধারায় পরিবর্তন আনা হয়েছে।
নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এটি করবে এবং বিচার শেষ করতে হবে ১৮০ দিনের মধ্যে। ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ এ সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন। এখন সংশোধন করে, করা হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। সংসদ অধিবেশন না থাকায়, সংশোধনীটি জারি করা হয় অধ্যাদেশ আকারে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাষ্ট্রপতি এ অধ্যাদেশে স্বাক্ষর করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটি আইনে পরিণত হলো। সংসদের পরবর্তী অধিবেশনে এটি আইন আকারে পাস হবে।

মন্ত্রিসভায় অনুমোদনের পর আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। এর আগে এটির আইনি যাচাই (ভেটিং) হবে। যেহেতু সংসদ অধিবেশন আপাতত চলমান নেই, তাই সরকার সংশোধিত আইনটি অধ্যাদেশ হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতির অধ্যাদেশে সই করার পর থেকেই আইনটি কার্যকর হবে।
উল্লেখ্য, সম্প্রতি ধর্ষণের ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় উঠে। এতে অংশ নিয়ে প্রতিদিনই তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে থাকা হাজার হাজার মানুষ। অনেকেই ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার দাবি জানান।
Discussion about this post