ঢাকা প্রতিনিধিঃ-
একটি মামলার ন্যায় বিচার অনেকটাই নির্ভর করে ঐ মামলার পক্ষ কর্তৃক নিয়োজিত আইনজীবীর উপর। একজন আইনজীবী একটি মামলায় আইনের উপর যত ভালভাবে পদক্ষেপ নিবেন ততই ন্যায় বিচার তরান্বিত হওয়ার সম্ভাবনা বেশি। আর এই জন্য আইনজীবীদেরকে প্রায়শই আদলতে গিয়ে মামলার নথি দেখার প্রয়োজন হয়।
আর সেই সময়েই বাধ সাদে আদালতে কর্মরত কর্মচারীদের চাওয়া পাওয়া। অর্থাৎ তাদের সাথে লেনদেন না হলে মামলার নথি দেখা দুষ্কর হয়ে ওঠে, বিজ্ঞ আইনজীবীদেরকে হতে হয় হয়রানির শিকার। তাই এ অবস্থা দূরীকরণের জন্য এবং আইনজীবীরা যেন কোন ধরনের ভোগান্তি ছাড়াই মামলার নথিপত্র দেখতে পারে সে জন্য ঢাকা জেলার জেলা ও দায়রা জজ বরাবর আবেদন করেছেন ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান।
উক্ত আবেদন পত্র নিচে সংযুক্ত করা হলোঃ-
মহিউদ্দিন মামুন,ঢাকা জেলা প্রতিনিধি।
Discussion about this post