বিডিলনিউজঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে হত্যার দায়ে নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। আজ বৃহস্পতিবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ এই রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নয় আসামি হলেন- সিলেট সদর উপজেলার নলকট গ্রামের গুলজার মিয়া ওরফে গুলজার মাঝি, একই গ্রামের ছইল মিয়া, শাহিন আহমদ, লাল মিয়া, সাইম মিয়া, জালাল মিয়া, রকিব আহমদ, আবদুল্লাহ ও সেলিম মিয়া। এদের মধ্যে গুলজার মিয়া ও রকিব আহমদ পলাতক, বাকিদের কারগারে পাঠানো হয়েছে।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছে। তবে রায়ে আসামিরা সুবিচার পাননি দাবি করে তাদের আইনজীবী অ্যাডভোকেট নাসিরুজ্জামান নাজিম বলেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
উল্লেখ্য দুই বছর আগে বখাটেদের হাত থেকে সহপাঠীদের বাঁচাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইজ্ঞিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ছাত্র দীপঙ্কর ঘোষ অনিক ও খায়রুল কবির আসামিদের হাতে নিহত হন। ওই ঘটনা সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
Discussion about this post