বগুড়া প্রতিনিধিঃ
১৫ নভেম্বর রবিবার সম্মিলিত শিক্ষানবীশ আইনজীবী সংগ্রাম পরিষদ জেলা কমিটির আহবায়ক মাহবুর নূর মেহেদী”র সভাপতিত্বে জেলা জজ আদালত ভবনের গেটের সামনে বেলা ২ ঘটিকার সময় বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতি সংস্কার সহ MCQ উর্ত্তীন শিক্ষানবীশ আইনজীবীদের জীবন থেকে বিগত ৪ বছর হারিয়ে যাওয়ায় করোনা মহামারির কারনে লিখিত পরীক্ষা না নিতে পারায় শুধুমাএ ভাইভা নিয়ে তাও যদি সম্ভব না হয় তবে,, সরাসরি তালিকাভূক্তি করে আইনপেশায় যোগদান করার ন্যায্য দাবীতে গণস্বাক্ষর,, গণসংযোগ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উক্ত গণস্বাক্ষর,, গণসংযোগ ও মানববন্ধ কর্মসূচী যতক্ষন পর্যন্ত বার কাউন্সিল কর্তৃপক্ষ হইতে একটি স্হায়ী সমাধানের কোন ঘোষনা না আসবে সেই পর্যন্ত ১৫ নভেম্বর হইতে প্রতিদিন গণস্বাক্ষর,, গণসংযোগ ও মানববন্ধন কোট চত্বরে পালন করা হবে । সকল শিক্ষানবীশ আইনজীবীদের সকল কর্মসূচীতে অংশগ্রহন করার জন্য আহবান জানান হয়।

উক্ত কর্মসূচীতে শিক্ষানবীশ আইনজীবীদের পক্ষ হইতে বিভিন্ন জন বত্তব্য রাখেন।এছাড়া মানববন্ধন শেষে বার কাউন্সিলের নির্বাচিত জি গ্রুপের সন্মানিত সদস্য বিজ্ঞ সিনিয়র আইনজীবী এ্যাডঃ রেজাউল করিম মন্টু,,,বিজ্ঞ সিনিয়র এ্যাডঃ মোঃ ফজলুল বারী ইন্টু,,বিজ্ঞ সিনিয়র এ্যাডঃ আব্দুল বাছেদ দ্বয় এর সাথে তাদের কোর্ট চত্বরে চেম্বারে গিয়ে সমর্থনের জন্য দেখা করলে তারা কর্তৃপক্ষদের একটি স্হায়ী সমাধানের লক্ষে আহবান জানিয়ে মূল্যবান বক্তব্য রাখেন ।
Discussion about this post