সংবিধান সংশোধনের তারিখ মনে রাখার কৌশল
সংশধনীগুলোর তারিখ মনে রাখতে আমরা বছর শুরু করবো ইনকাম ইয়ার হিসেবে।আমরা জানি ইনকাম ইয়ার শুরু হয় জুলাই মাস থেকে এবং শেষ হয় জুন মাসে।জুলাই মাস হলো ক্যলেন্ডার ইয়ারের মাঝামাঝি মাস তাই জুলাই মাসের মাঝ তারিখ থেকে শুরু করবো জুলাইয়ের মাঝের তারিখ ১৫ তাই ১৫ জুলাই ১ম সংশোধনের তারিখ এরপর মাসগুলো আসবে প্রতি এক মাস পরপর।
সুতরাং জুলাইয়ের একমাস পরের মাস সেপ্টেম্বর এবং জুলাই মাস হলো ক্যলেন্ডাই ইয়ারের ৭ নম্বর মাস তাহলে ১৫ জুলাইয়ের ১৫ এর সাথে ৭ যোগ করুন যোগফল ২২ সুতরাং ২২ সেপ্টেম্বর ২য় সংশোধন। আবার সেপ্টেম্বরের এক মাস পরের মাস নভেম্বর, এখন ৭ এর নিম্ন সংখ্যা ৬ এই ৬, ২২ এর সাথে যোগ করুন ২২+৬=২৮ সুতরাং ২৮ নভেম্বর ৩য় সংশোধন।

আবার নভেম্বরের এক মাস পরের মাস জানুয়ারি, ৬ এর নিম্ন সংখ্যা ৫ তাই ২৮+৫=৩৩ কিন্তু নভেম্বর মাস ৩০ দিনে তাহলে উপরের ৩, ২৮ থেকে বাদ দিন ২৮-৩= ২৫ সুতরাং ২৫ জানুয়ারি ৪র্থ সংশোধন। এই পর্যন্ত ছিল বঙ্গবন্ধুর আমল।যেহেতু এরপর নতুন সরকার তাই দুই মাস বাদ দিন তাহলে মাস হলো এপ্রিল, এবং ৫ এর নিম্ন সংখ্যা ৪,এখন ১০ থেকে ৪ বিয়োগ করুন তাহলে ৬ এপ্রিল ৫ম সংশোধন।
এই পাঁচটা এক ইনকাম ইয়ারের।তারপর পরের ইনকাম ইয়ার শুরু, আমরা জানি ইনকাম ইয়ার শুরু জুলাই মাসে এবং মনে করুন এর আগের সংশোধনীতে ১০ থেকে ৪ বাদ দিয়েছিলাম ঐ ১০ এখানে আনুন তাহলে ১০ জুলাই ৬ষ্ঠ সংশোধন। তারপরের মাসটা একটু মনে রাখতে হবে নভেম্বর এবং ১০ এর পরের সংখ্যা ১১ সুতরাং ১১ নভেম্বর ৭ম সংশোধন।
তারপরে ইনকাম ইয়ারের শেষ মাস জুন এবং ১০ এর আগের সংখ্যা ৯ সুতরাং ৯ জুন ৮ম সংশোধন। এখানে মনে রাখবেন ১ম পাঁচটা এক ইনকাম ইয়ার পরের ৩ টা মাস এক ইনকাম ইয়ার পরের ২ টা মাস এক ইনকাম ইয়ার। তাহলে পরের ইনকাম ইয়ার শুরু জুলাই দিয়ে এবং আবার ১০ এর পরের সংখ্যা ১১ সুতরাং ১১ জুলাই ৯ম সংশোধন তারপর ইনকাম ইয়ারের শেষ মাস জুন তাহলে জুন মাস ১০ম সংবিধান সংশোধন।
লেখকঃ
মোঃ মনিরুজ্জামান
শিক্ষার্থী, আইন বিভাগ
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
Discussion about this post