ডেস্ক রিপোর্টঃ-
রাজধানীর বনানীতে বন্ধুর মেয়েকে ধর্ষণের দায়ে সবুজ মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।
সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোছা. কামরুন্নাহার এ রায় ঘোষণা করেন।আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ (অরেঞ্জ) বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১ আগস্ট ভুক্তভোগীর বাবা-মা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। এ সময় মেয়েটি বাড়িতে গৃহস্থালির কাজ করছিল। আসামি সবুজ ভুক্তভোগীর বাবার সঙ্গে বন্ধুত্বের সূত্র ধরে তাদের বাসায় আসা-যাওয়া করতেন। ঘটনার দিন সবুজ ভুক্তভোগীর ঘরে এসে শুয়েছিলেন। এ সময় থালা-বাসন পরিষ্কার করতে ওই মেয়ে বাইরে যেতে চাইলে জোর করে ওড়না দিয়ে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে আসামি। ধর্ষণের ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেয় সবুজ।
এরপর প্রতিবেশী এক নারী সবুজকে ওই বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। পরে মেয়েটি ওই নারী কাছে ধর্ষণের কথা খুলে বলেন। এ সময় ওই নারী প্রতিবেশীদের সহযোগিতায় সবুজকে আটক করে পিটুনি দিলে ধর্ষণের কথা স্বীকার করেন।
ভুক্তভোগীর মা-বাবা বাড়িতে ফিরলে সবুজকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন তার মা বাদী হয়ে বনানী থানায় সবুজ মিয়াকে আসামি করে ধর্ষণের মামলা করেন৷২০১৮ সালের ২৯ মার্চ বনানী থানার এসআই আশরাফুল আলম আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলায় ১১ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় সাতজন সাক্ষ্য দেন।
Discussion about this post