অফিস ডেস্ক:
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রথম শ্রেণির ক্ষমতাসম্পন্ন ত্রিশ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনীত করেছে সরকার।

আজ বুধবার (৯ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ রহমত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ ডিসেম্বর বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কেন্দ্রের বাহিরে ও ভিতরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্বপালনের জন্য প্রথম শ্রেণির ক্ষমতাসম্পন্ন ত্রিশ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনীত করা হল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ , বিচার শাখা www.lawjusticediv.gov.bd
তারা ০৯ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ বিষয় ও বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক গৃহীত অ্যাডভােকেটশীপ তালিকাভুক্তির লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নর জন্য পরীক্ষা
কেন্দ্রসমূহে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনােনয়ন প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়ােজিত আগামী ১৯/১২/২০২০ খ্রিঃ তারিখ শনিবার সকাল ০৯:০০ ঘটিকা হতে দুপুর ০১:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠেয় অ্যাডভােকেটশীপ তালিকাভুক্তির লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কেন্দ্রের বাহিরে ও ভিতরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতাসম্পন্ন নিম্নবর্ণিত ৩০ (ত্রিশ) জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তাঁদের নামের পাশে বর্ণিত পরীক্ষা কেন্দ্রের নামসহ মনোনীত ম্যাজিস্ট্রেটের তালিকা দেখতে বিজ্ঞপ্তি দেখুন।
কেন্দ্রের নামসহ মনোনীত ম্যাজিস্ট্রেটের তালিকা দেখতে ক্লিক করুন
Discussion about this post