চট্টগ্রামে যুগ্ম দায়রা জজ জহির উদ্দিনকে মারধরের মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ছেলেসহ গ্রেফতার দুজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত এই আদেশ দেন।
আসামিরা হলেন- বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হাজী ইকবালের ছেলে আলী আকবর এবং হাসান আলী জিসান।বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের আউটার রিং রোডে উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় জহির উদ্দিন নামে ওই বিচারকে মারধরের করেন তারা। মারধরের শিকার জহির উদ্দিন চট্টগ্রাম আদালতে পঞ্চম যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্বরত রয়েছেন।

২০১৭ সালের ১২ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘হায় মুজিব, হায় মুজিব’ মাতম করে নিজের পিঠে খঞ্জর চালিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন এই হাজী ইকবাল। এরপর থেকে হায় মুজিব নেতা হিসেবে পরিচিতি পান তিনি।২০১৮ সালে হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী সভা চলাকালীন যুবলীগ নেতা মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত এই আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল ও তার ছেলে।
Discussion about this post