ডেস্ক রিপোর্ট
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সময়ে সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় নীলফামারীর একরামুল হককে (৭৮) তিন শর্তে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।শর্তগুলো হলো- ১. জামিনের পর আসামিকে ঢাকায় থাকতে হবে এবং নিয়মিত হাজিরা দিতে হবে; ২. গণমাধ্যমে কথা বলতে পারবে না এবং ৩. ছেলে বা আইনজীবীর জিম্মায় থাকতে হবে।
আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন।

আসামি পক্ষের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, আসামি ইউরোলজি সমস্যায় ভুগছেন। তিনি এখন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। এ ধরনের চিকিৎসা জেলখানায় থেকে করা সম্ভব নয় জানিয়ে আদালতে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আসামির চিকিৎসার স্বার্থে আইনজীবী ও ছেলের জিম্মায় এবং ঢাকায় অবস্থান করার শর্তে জামিন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা গেছে, নীলফামারীর এ মামলায় মোট আসামি ছিলেন ৯ জন। এর মধ্যে একজন মারা গেছেন। অন্য আটজনের মধ্যে চারজন জেলহাজতে। আগামী ৭ জানুয়ারি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।
Discussion about this post