ডেস্ক রিপোর্ট
পঞ্চগড় পৌরসভা নির্বাচনের দায়িত্ব পালনকালে পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের গাড়ি ভাঙচুরসহ মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (২৮ ডিসেম্বর) পৌর নির্বাচন চলাকালে কয়েকজন দুষ্কৃতকারী রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে।
সোমবার (২৮ ডিসেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় সরকারি কাজে বাধা দেয়াসহ ভাঙচুর ও পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ এনে অজ্ঞাতনামা ৫/৭ জন যুবককে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, নির্বাচনের দিনে ভোট গ্রহণের শুরু থেকেই জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছিলেন। পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্র পরিদর্শন করার সময় কয়েকজন যুবক তার গাড়ি ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে মারধর করে তারা।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে
Discussion about this post