ডেস্ক রিপোর্ট
প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত জারি করা রুলের মামলায় পিপল লিজিংয়ের কাছে পাওনাদার চারজনকে পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই চারজনের মামলা পরিচালনার জন্য কোনো আইনজীবীর দরকার হবে না বলেও আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৩ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। পিকে হালদারের মামলা সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য আগামী ৫ জানুয়ারি দিন ঠিক করেন আদালত।

আদালতে আজ শুনানি করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। গত ১০ আগস্ট দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে আত্মসাৎকৃত অর্থের মধ্যে তিন হাজার কোটি টাকা জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। ৩৯টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ৮৩ জনের ব্যাংক হিসাবে এসব অর্থের লেনদেন হয়েছে।
গত বছরের ৮ জানুয়ারি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলার এজাহারে এক হাজার ৬৩৫ কোটি টাকা পাচারেরও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
Discussion about this post