ডেস্ক রিপোর্ট
চলমান করোনাভাইরাস মহামারির মধ্যে ত্রাণের চাল আত্মসাতের ঘটনায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজাইনাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে বরখাস্ত করে দেয়া মন্ত্রণালয়ের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তিনি আর ফিরে যেতে পারেননি তার চেয়ারম্যান পদে।
এ বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৪ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।আদালতের শুনানিতে বরখাস্ত চেয়ারম্যান মুকুলের পক্ষে ছিলেন আইনজীবী আলী আজম।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শেখ শফিক মাহমুদ পুষ্প। পরে আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন শেখ শফিক মাহমুদ পুষ্প।
তিনি বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার সময় ত্রাণের জন্য বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের দায়ে’ স্থানীয় সরকার মন্ত্রণালয় দ্বারা ইউপি চেয়ারম্যান মুকুলকে বরখাস্ত করে জারি করা আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে ইমদাদুর রহমান মুকুলের পক্ষে নবীগঞ্জ উপজেলার গজাইনাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনর্বহালের আর কোনো সুযোগ রইল না।’
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনাকালে ত্রাণের জন্য বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান মুকুলকে গত ৭ জুলাই বরখাস্ত করে আদেশ জারি করে সংশ্লিষ্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে ওই আদেশের বিরুদ্ধে রিট করলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।

তারপর স্থানীয় সরকার মন্ত্রণালয় হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন করলে আপিল বিভাগের চেম্বার জজ আদালত ২০২০ সালের ৪ অক্টোবর হাইকোর্টের আদেশ স্থগিত করেন।অতপর মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উঠলে এ বিষয়ে সোমবার শুনানি শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ বহাল রেখে রায় দেন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
Discussion about this post