বগুড়া প্রতিনিধিঃ মোঃ চাঁন মিয়া মন্ডল
বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দে শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৬ জানুয়ারী, বুধবার দুপুরে গওহর আলী বার ভবনে উক্ত অনুষ্ঠানে নব নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করার সিনিয়র আইনজীবী আফতাব উদ্দিন আহম্মেদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট পলাশ খন্দকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩ কামরুল হাসান। অনুষ্ঠানের প্রধম পর্ব বার সমিতির সাবেক সভাপতি এ্যাড. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের পর নব নির্বাচিত সভাপতি এ্যাড. মোঃ শফিকুল ইসলাম টুকুর সভাপতিত্বে আলেঅচনা পর্ব শুরু হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. রেজাউল করিম মন্টু, পিপি এ্যাড. আব্দুল মতিন, সাবেক সংসদ সদস্য এ্যাড. হাফিজার রহমান, এ্যাড. আলী আজগর, এ্যাড, মোজাম্মেল হক, এ্যাড. আব্দুল লতিফ পশারী ববি প্রমূখ।
বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি মোঃ শফিকুল ইসলাম টুকু, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (১), সহ সভাপতি মোঃ মাসফিকুর রহমান তালুকদার রুবেল, মোঃ হাবিবুর রহমান (৩), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান মাসুদ, মোঃ সিরাজুল হক

লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক মোছাঃ মাহবুবা খাতুন সুখী, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রিয়াজুল জান্নাত প্রিন্স, কার্যনির্বাহী সদস্য মোছাঃ বেবী খাতুন, মোছাঃ মিতা খাতুন, মোঃ জহুরুল ইসলাম জিয়া, মোছাঃ শিপন খাতুন ও মোঃ রাকিবুল ইসলাম শপথ গ্রহণ করেন।
Discussion about this post