বগুড়া প্রতিনিধিঃ মোঃ চাঁন মিয়া মন্ডল
বগুড়ায় বিশিষ্ট আইনজীবী ড, কামাল হোসেন এর সৌজন্যে ও বগুড়ার বার সমিতির সিনিয়র আইনজীবী এ্যাডঃ মোঃ ফজলুল বারী ইন্টু”র সার্বিক পরিচালনায় বগুড়া জেলার সোনাতলা থানার ছোড়গাছা ইউনিয়নের হিন্দুপাড়ায় অসহায় বিধবাদের মাঝে কম্বল বিতারণ করলেন ঢাকায় বসবাসকারী অএ এলাকার শিশু সন্তান জারা মাহমুদ তার সাথে উপস্হিত ছিলেন, মোঃ সাহাবাজ উদ্দিন আহম্মেদ সরকার।

আরো উপস্থিত ছিলেন বিডিলনিউজ এর বগুড়া প্রতিনিধি মোঃ চাঁন মিয়া মন্ডল সহ অত্র গ্রামের আরো অনেকে । উক্ত কম্বল বিতরণের সময় সকলের কাছে ড, কামাল হোসেনের জন্য দোয়া চেয়েছেন উপস্হিত আইনজীবীবৃন্দ ।
Discussion about this post