নিজস্ব প্রতিবেদকঃ-
গত ২৫/০১/২০২১ ইং সোমবার আইনজীবীদের প্রাণপ্রিয় নেত্রী শ্রদ্ধেয় বড় আপা এ্যাডভকেট নাহিদ সুলতানা যুথি ( সভাপতি রুলা ও সাবেক কোষাধ্যক্ষ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন) এর সৌজন্যে রাজশাহী ইউনিভার্সিটি ল’ এ্যালামনাই এসোসিয়েশন (রুলা) আয়োজিত বিজ্ঞ সম্মানিত আইনজীবীগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. গণেশ নারায়ন চৌধুরীকে মুখে মাস্ক পড়িয়ে দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির আহ্বায়ক এ্যাড. মো : ওমর আলী ।
উক্ত মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড.শফিকুল আযম মামুন, সাবেক সভাপতি এ্যাড. গণেশ নারায়ন চৌধুরী, রাজবাড়ী জেলা জজ আদালতের পিপি এ্যাড. উজির আলী শেখ।

বার এসোসিয়েশনের (২০২১-২২) ইং সালের জেলা বার এসোসিয়েশনের সভাপতি প্রার্থী এ্যাড. স্বপন কুমার সোম, এবং সাধারন সম্পাদক প্রার্থী এ্যাড. আনিসুর রহমান, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড.উমা সেন,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড.রফিকুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক এ্যাড. মো: ওমর আলী, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড.মোস্তফা কবির, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহ-সম্পাদক প্রার্থী এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হকসহ অন্যান্য সিনিয়র আইনজীবীগণ ।
যৌথ আয়োজনে: রাজবাড়ি জেলা আইনজীবী সমিতি এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ রাজবাড়ী জেলা শাখা।
Discussion about this post