চট্টগ্রাম প্রতিনিধি: মোঃ শাহাদাত হোসাইন
চট্টগ্রাম জজ কোর্টে মাদক বিরোধী অভিযানে ৪ জনকে আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে হস্তান্তর করেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির চলমান টাউট ও মাদক বিরোধী অভিযান চলার সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ.এইচ,এম জিয়া উদ্দিনের নেতৃত্বে ৯ জুন রোজ বুধবার সন্ধ্যা ৭ ঘঠিকায় চট্টগ্রাম জজ কোর্ট প্রঙ্গনের নতুন আদালত ভবনের নিচে অভিযান চালিয়ে ৪ জন মাদক সেবনকারী ও মাদক বিক্রেতারদের হাতে নাতে আটক করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
চট্টগ্রাম জজ কোর্টে দীর্ঘদিন যাবত এই মাদক সেবীদের কথা শুনে আসলেও আজ কথাটির সত্যতার রূপ পাই। জানাজায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ দীর্ঘক্ষণ অভিযানের পরে মাদকসেবী ও বিক্রেতাদের আটক করেন গ্রাউন প্লোর এর টিনশেট ঘর থেকে।

অভিযান কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ.এইচ,এম জিয়া উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক অহীদুল্লাহ, পাঠাগার সম্পাদক এড.মো. নজরুল ইসলাম, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এড. মনজুরুল আজম চৌধুরী, তথ্য প্রযুক্তি সম্পাদক এড.মাহমুদ উল আলম চৌধুরী মারুফ, কার্যনির্বাহী সদস্য এড. মারুফ মো. নাজেবুল আলম, এড. এস.এম আরমান মহিউদ্দিন, এড. আবু নাসের রায়ান, এড. সাহেদা বেগম, এড. জোহরা সুলতানা মুনিয়া, জিজ্ঞাসাবাদে তারা নিজ মূখে স্বীকার করেছেন যে তারা মাদক সেবন করছেন।
এই মাদক তারা কই পাই এই বিষয়ে জানতে চাইলে তারা বলে আদালতে আটককৃত যে মাদক আনা হয় ঐমাদক গুলি থেকে তারা ক্রয় করে সেবন করেন বা বিক্রয় করেন। আরো জানা যায় প্রতিদিন সন্ধ্যার পর আদালতে বিভিন্ন স্ট্যাপ সহ বহিরাগতরা মাদক সেবন করে থাকেন। আটক করে তাদেরকে জেলা আইনজীবী সমিতির অফিসে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের ৪ জনকে নির্বাহী ম্যাজিষ্টের হাতে হস্তান্ত করেন।
Discussion about this post