কক্সবাজার প্রতিনিধি:- মুহাম্মদ জুনাঈদুর রাজ্জাক(সিরাত)
কক্সবাজার জেলার রাজনৈতিক গুরু, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ছালামতুল্লা গত ১২/০৬/২০২১ ইং তারিখ রোববার রাত ৮ টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম শহরের পার্কভিউ হাসপাতালে হার্ট অ্যাট্যাক করে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। । বিষয়টি মরহুমের সন্তান রিয়াজ মোহাম্মদ শাকিল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে তিনি কক্সবাজার সরকারি কলেজ,কক্সবাজার আইন কলেজ, কমার্স কলেজ, কক্সবাজার মহিলা বালিকা মাদ্রাসা, কক্সবাজার প্রেসক্লাব সহ অনেক প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা।তিনি সভাপতি মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও জেলা স্কাউটস কমিশনার ও ছিলেন। আইনাংগনে তিনি একজন আইকন।কক্সবাজারে তাঁর শূন্যস্হান পূরণ হবার নয়।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষ হতে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইনজীবীবৃন্দ ।
বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট ছালামত উল্লাহ ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি কক্সবাজার শহরের বাহারছরার সাবেক প্রশাসনিক কর্মকর্তা মরহুম নজীর আহমদ ও রত্নগর্ভা জয়নাব বেগমের জ্যেষ্ঠ সন্তান।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি, কক্সবাজার শহরের দক্ষিণ বাজারঘাটা এডভোকেট ছালামত উল্লাহ সড়কের বাসিন্দা এডভোকেট ছালামত উল্লাহ বেশ কিছুদিন ধরে তাঁর আমেরিকা প্রবাসী সন্তান কবি সাহেদ সা’দ উল্লাহ’র কাছে আমেরিকার নিউইয়র্কে থাকতেন।

মরহুমের আরেক সন্তান সোহেল সাইফুল্লাহ জাজি সিবিএন-কে জানান, প্রায় ৬ মাস আগে তিনি বাংলাদেশে এসে তাঁর একমাত্র কন্যা নাসরিন সুলতানা’র চট্টগ্রামের বাসায় থাকতেন। সেখানে এডভোকেট ছালামত উল্লাহ অসুস্থ হয়ে পড়লে গত ৩ দিন আগে তাঁকে চট্টগ্রাম শহরের পার্কভিও হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার হার্ট অ্যাটাক করে বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী এডভোকেট ছালামত উল্লাহ সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এডভোকেট ছালামত উল্লাহ ১৯৬৫ সালের ১৩ আগস্ট একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রায় ৯ শত সদস্যের মধ্যে তাঁর ক্রমিক নম্বর এক।
তিনি কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। অত্যন্ত স্বজ্জন, ভদ্র, বিনয়ী, সহজসরল জীবনযাপনে অভ্যস্ত এডভোকেট ছালামত উল্লাহ মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। প্রবীণ এই আইনজীবীর মৃত্যুর সংবাদে কক্সবাজারে শোকের ছায়া নেমে এসেছে।
Discussion about this post