পাবনা জেলা প্রতিনিধি: মোঃ আলী আজম
পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন এর মহাদেবপুর গ্রামের আবদুল করিম (৭৫)এর দুই ছেলে তার বাবাকে জমি লিখে না দেয়ায় মারধর করে তাড়িয়ে দিয়েছে।
দুই ছেলে আজিবর এবং জিয়ারুল ও স্ত্রীসহ এদের বিরুদ্ধে ঈশ্বরদী থানা একটি অভিযোগ দায়ের করেছেন।
আব্দুল করিম জানান, আমার স্ত্রী দেড়বছর পূর্বে মারা যাওয়ার পর, আমার ছেলেদের সাথে বসবাস করে আসছি। আমার টাকার প্রয়োজন হওয়া আমি ২৪ শতাংশ জমি বিক্রি করি,আমার নিজ নামের সম্পত্তি ছলিমপুর মৌজায়।

কিছু টাকা খরচ করি আর কিছু টাকা ব্যাংকে জমা রাখি।আমার দুই ছেলে ও পুত্রবধূরা সেই টাকা তাদের মধ্যে ভাগ করে দিতে বলে এবং বাড়ির জমি,-জমা তাদের ভাগ বন্টন করে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। এতে রাজি না হওয়ায় তারা আমার খাবার বন্ধ করে দেয়।
এরপর মারধর করে ঘরে তালা মেরে বাড়ি থেকে বের করে দেয়। এ বিষয়ে বারবার চেষ্টা করেও অভিযুক্ত আজিবর ও জিয়ারুলের বক্তব্য পাওয়া যায় নি। ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post