বিডিলনিউজঃ আজ মঙ্গলবার দুপুর দুইটার মধ্যে সাংবাদিক মাহফুজ উল্লাহকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যথায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে আদালত। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর আদেশ দেন।
আজ সকালে আদালতের কার্যক্রম শুরু হলে সাংবাদিক মাহফুজ উল্লাহর পক্ষে তার আইনজীবী তারিকুল ইসলাম সময় আবেদন করেন। আদালত তাকে উপস্থিত না দেখে দ্রুত ট্রাইব্যুনালে হাজির করতে আইনজীবীকে নির্দেশ দেয়। আদালত বলেন, আপনার ক্লায়েন্টকে দুপুরের মধ্যেই ট্রাইব্যুনালে আসতে বলেন, নইলে আমরা গ্রেফতারি পরোয়ানা জারি করবো। এ সময় ট্রাইব্যুনালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ চ্যানেল টোয়েন্টিফোরের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post