বিডিলনিউজঃ বিরোধী দলের অবরোধের মধ্যে মঙ্গলবার বেলা ১২টা ৫ মিনিটে ঢাকার জেলা প্রশাসন ভবনের নিচতলায় এক নির্বাহী হাকিমের আদালত কক্ষে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিস্ফোরণের সময় হাকিম এজলাসে না থাকলেও আদালতের কর্মচারী ও বিচার প্রার্থীরা ছিলেন। এতে আদালতের এক কর্মচারী আহত হয়েছেন। তার নাম আবুল কাসেম। তাকে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসার জন্য নেয়া হয়েছে।
জানা যায়, মঙ্গলবার বেলা ১২টা ৫ মিনিটে জেলা প্রশাসন ভবনের নিচতলার ১০৮ নম্বর কক্ষে বোমাগুলো নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে আদালত কক্ষের দরজা পুড়ে যাওয়ার পাশাপাশি জানালার কাচ ভেঙে গেছে। ওই ভবনের দ্বিতীয় তলায় ঢাকার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে এক আইনজীবীর সহকারীকে আটক করেছে পুলিশ।
Discussion about this post