নিজস্ব প্রতিবেদক
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর ২২০২-২০২৩ এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।
আজ ৫ মার্চ ২০২২ইং রোজঃ শনিবার সকাল ৯ ঘটিকায়, ধানমন্ডি-৩২ এ ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর নবনির্বাচিত সম্মানিত সভাপতি অ্যাড. আবু আমজাদ স্যার ও সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ জাকারিয়া খান স্বপন স্যার এর নেতৃত্বে-
স্বাধীন বাংলার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর নবনির্বাচিত সম্মানিত সহ-সভাপতি অ্যাড. মোঃ আব্দুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ ফয়েজুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. কাজী আশরাফুল আলম ডেভিট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আজিজুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক সুজন চক্রবর্তী।
আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য বিকাশ চন্দ্র সরকার, গোলাম হাক্কানী, এডভোকেট ইমরুল কায়েস খান, মোঃ মামুন হোসেন খন্দকার, নেকবার হোসেন হাওলাদার, মোঃ নুরুল ইসলাম সজিব, মোঃ ওহিদুল ইসলাম, রিপন কুমার বিশ্বাস এসিএ,এডভোকেট সাজেদা বেগম প্রমুখ।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর সাবেক সহ-সভাপতি অ্যাড. মোঃ সিদ্দিকুর রহমান খোকন, ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর সিনিয়র সদস্য অ্যাড. মোঃ ছিদ্দিকুর রহমান মিঞা, সদ্য সাবেক কোষাধ্যক্ষ অ্যাড. মোঃ বাহাউদ্দীন বাহার।
এছাড়া আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন সাবেক কার্যনির্বাহী সদস্য অভিজিৎ দাস, সাবেক লাইব্রেরী সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোঃ মশিউর রহমান ও ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর সম্মানিত অন্যান্য সদস্যবৃন্দ।
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।
Discussion about this post