বিডি ল নিউজঃ
আগামী শুক্রবার মুন্সীগঞ্জে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি লৌহজং ও শ্রীনগরে দুটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল প্রধানমন্ত্রীর আগমনের বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী বেলা আড়াইটার দিকে লৌহজং ডিগ্রি কলেজ মাঠে মুন্সীগঞ্জ-২ আসনের দলীয় প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলির এবং বিকাল সাড়ে ৩টায় শ্রীনগর স্টেডিয়ামে মুন্সীগঞ্জ-১ আসনের দলীয় প্রার্থী সুকুমার রঞ্জন ঘোষের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল ।
Discussion about this post