বিডিলনিউজঃ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোরভাবে বেগম খালেদা জিয়ার বাসভবন ঘেরাও এর মধ্য দিয়ে শেষ হতে চলে আজকে আতংকময় একটা দিন।
দিনের শেষভাগে পুলিশি বাধার মুখে পল্টন সমাবেশে যেতে পারলেননা বেগম খালেদা জিয়া।
পল্টন যাবার উদ্দেশ্যে গাড়িতে চড়ে বসলেও পুলিশিবাধায় গাড়ীসহ বাসার বাইরে যেতে পারেননি তিনি।
বেশ কিছুক্ষন গাড়ির ভিতরেই বসে থাকার পর অবশেষে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে কর্মসূচি ঘোষনা দেন তিনি।
তিনি জানান তাকে জোর করে আটকে রাখা হয়েছে।
এরপর আগামী সোমবারও গণতন্ত্রের অভিযাত্রা চলবে বলে ঘোষনা দেন তিনি।
উল্লেখ্য, আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করবার দাবীতে আজ রবিবার মার্চ ফর ডেমোক্রেসি র কর্মসূচি পালনের জন্য দেশবাসীর পতি আহবান জানিয়েছিলেন ১৮ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া।
কিন্তু ঠিক দুই দিন আগে গত শুক্রবার থেকে মটর চালক লীগ নামের এক সংগঠনের ডাকা হরতালে এবং সরকারপক্ষ থেকে ১৮ দলীয় জোটের এ আহবান প্রতিহত করবার ঘোষনার পরিপ্রেক্ষিতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বন্ধ হয়ে যায় ঢাকার সাথে দেশের অন্যান্য জায়গার সকল প্রকার যোগাযোগ।
গোটা রাজধানীসহ সকল জায়গায় শুরু হয় ব্যপক তল্লাসী। রাজধানীর বাসা বাড়িতে, মেসে, হোস্টেলে প্রায় সকল জায়গায় অভিযান চালায় যৌথ বাহিনী।
একের পর এক অভুযান চালিয়ে গত দুই থেকে তিন দিনে তারা গ্রেফতার করে প্রায় শতাধিক সন্দেহভাজনকে।
Discussion about this post