বিডিলনিউজঃ আজ রবিবার যুবলীগ-ছাত্রলীগ কর্তৃক সুপ্রিম কোর্টের ভিতরে অবস্থানরত ১৮ দল সমর্থিত আইনজীবীদের উপর হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে।
জানা যায়, “মার্চ ফর ডেমোক্রেসি” প্রতিহত করতে সরকারের নৈরাজ্যমুলক নানা ভুমিকার প্রতিবাদে বাংলাদেশ সুপ্রিমকোর্টে বিক্ষোভরত ১৮ দল সমর্থিত আইনজীবীদের ওপর নজিরবিহীন হামলা চালায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা সুপ্রিমকোর্টের কয়েকটি ভবনেও ভাঙচুর করেছে।
বিকেল সোয়া ৩টার দিকে পুলিশ সুপ্রিমকোর্টের মূল ফটক খুলে দিলে সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্টের ব্যানারে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা লাঠিসোটা নিয়ে সেখানে আগে থেকে বিক্ষোভরত ১৮ দল সমর্থিত আইনজীবীদের ওপর হামলা চালায়।
এ সময় আইনজীবীরা কয়েক দফায় প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পিছু হটে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবনসহ কয়েকটি ভবনে আশ্রয় নেয়। তারা ভবন থেকে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে।
অন্যদিকে, যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা আন্দোলনরত আইনজীবীদের খুঁজতে থাকে, এসময় তারা সুপ্রিমকোর্টের বিভিন্ন ভবনে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র বের করে তাতে আগুন জ্বালিয়ে দেয়।
এছাড়া আরো জানা যায়, ফটক খুলে দেয়ার পর সেখান থেকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা অদৃশ্য কারনবশতঃ সেখান থেকে সরে পড়ে।
একপর্যায়ে দেখা যায়, সেখানে ভাংচুর ও অগ্নিসংযোগ করবার সময় দুইপক্ষ এবং সাংবাদিক ছাড়া কেউ নেই।
শেষ পর্যন্ত জানা যায়, এ ঘটনায় একুশে টিভির প্রতিবেদকসহ প্রায় ১০ আইনজীবী আহত হয়েছেন । এবং একজন হামলাকারীকেও আহত হতে দেখা গেছে।
হামলাকারীরা সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে থাকা দুইটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়।
Discussion about this post