বিডিলনিউজঃ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তল্লাশী চালানোর সময় হাতবোমা হামলায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (এনবিআর) কনস্টেবল আবুল কাশেম নিহত হয়েছেন। বিকাল সাড়ে ৩টার দিকে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের ভেতরের এই বিস্ফোরণের ঘটনায় বোমা বহনকারী দুই ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় আমিনুল ও আলম নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্তব্য পালনের সময় মূল গেট থেকে ২০০ মিটার দূরে এনবিআরের কনস্টেবল কাশেম সেখানে আসা মানুষের ব্যাগ তল্লাশী করছিল। এ সময় বোমা বহনকারী ঐ দুইজনের ব্যাগ তল্লাশী করার সময় তারা কাশেমের মুখে হাতবোমা ছুড়ে মারে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় আটককৃতরাও আহত হন। আমিনুলের হাত উড়ে গেছে ও আলমের চোখ নষ্ট হয়ে গেছে। তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে রেলমন্ত্রী মজিবুল হক তাৎক্ষণিকভাবে নিহত সেপাইয়ের পরিবারকে এক লাখ টাকা সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া দুই বোমাবাজকে আটক করা চার সেপাইকেও পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।
Discussion about this post