বিডিলনিউজঃ আর কিছুক্ষনের মধ্যেই শুরু হতে যাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রমের বিরুদ্ধে করা আবেদনের শুনানি।
ঢাকা মহানগর হাকিম হারুন অর রশিদের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে রাজধানীর শাহবাগে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার দেখিয়ে মেজর হাফিজকে নিম্ন আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা আলী হোসেন ৭ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন।
এর আগে ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশন ও মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের কাছে শাহবাগে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার দেখানোর বিষয়াটি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় মেজর (অব.) হাফিজ উদ্দীন ১৮ দলীয় জোটের পক্ষ থেকে নৌপথ, রেলপথ ও সড়ক পথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণা করে বের হয়ে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশ।
Discussion about this post