বিডিলনিউজঃ “আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর আচরণ রক্ষীবাহিনী ও হিটলারের নাৎসী বাহিনীর চেয়ে আরো ভয়াবহ”
বর্তমানে চলমান দেশব্যাপী ১৮ দলীয় জোর্টের শান্তিপূর্ণ কর্মসূচি ‘মার্চ ফর ডেমোক্রেসি’র অভিযাত্রা প্রতিহত করতে র্যাব-পুলিশ-বিজিবি দিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর বর্বর হামলা-গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী।
আজ রোববার এক বিবৃতিতে নেতারা এসব বলেন।
নেতারা আরো বলেন, একদিকে তারা জনগনের নিরাপত্তার জন্য কাজ করছে বলে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে আবার অন্যদিকে নিরস্ত্র গণতন্ত্রকামী বিরোধী নেতা-কর্মীদের ওপর হামলা গুলি ও গণগ্রেফতার করছে। তারা জনগনের কাছে দায়বদ্ধ নয়, আওয়ামী স্বার্থরক্ষা তাদের প্রধান দায়িত্ব।
বেগম জিয়ার বাসভবন ঘেরাও করে রাখা নিয়ে তারা বলেন, এ বাহিনী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে। বাক স্বাধীনতা হরণ করছে। সাংবাদিক ও আইনজীবীদের ওপর নির্মম হামলা করছে। দেশ আজ চরম ক্রান্তিকালে অতিক্রম করছে। স্বাধীনতার ৪২ বছরে এর চেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।
আর সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে ডিজিটাল বাকশাল তথা ফ্যাসিবাদ কায়েম করেছে। তাই সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে রাজপথে সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।
Discussion about this post