বিডিলনিউজঃ
যুক্তরাষ্ট্রে বেকার যুবকদের জরুরি সাহায্য ভাতা কর্মসূচির মেয়াদ বৃদ্ধিতে আইনপ্রণেতারা একমত হতে না পারায় দেশটির ১৩ লাখ যুবক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আগামী শনিবার এ কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার কথা। মার্কিন কংগ্রেসের শীতকালীন অধিবেশনের পূর্বে আইন প্রণেতারা সাহায্য-ভাতা কর্মসূচির মেয়াদ বাড়ানোর ব্যাপারে ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হন। সাবেক প্রধানমন্ত্রী জর্জ ডব্লিউ বুশ অর্থনৈতিক মন্দার কারণে ২০০৮ সালে এ কর্মসূচি চালু করেন। এ কর্মসূচির আওতায় প্রতি বেকার যুবক প্রতিমাসে গড়ে ১,১৬৬ ডলার করে পেয়ে আসছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘এই কর্মসূচি লাখ লাখ পরিবারকে দারিদ্র্যের বাইরে রেখেছিল। কিন্তু রিপাবলিকান দলের অনেক আইনজীবীরা এ কর্মসূচির বিরোধিতা করছেন। তাদের যুক্তি এ কর্মসূচির আওতায় প্রতিবছর ২৫ বিলিয়ন ডলার বরাদ্দ খুবই ব্যয়বহুল। যদিও প্রেসিডেন্ট বারাক ওবামা কর্মসূচি নবায়ন করার চেষ্টা করছেন। জানুয়ারির শুরুতেই বিষয়টি নিয়ে আইন প্রণেতারা পুনরায় মিলিত হবেন।
Discussion about this post