বিডি ল নিউজঃ ১০ ও ৫০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের লেনদেন বন্ধ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার দশ ও পঞ্চাশ টাকার প্রাইজবন্ডের সকল কার্যক্রম বন্ধ করে ৩১ জানুয়ারি ২০১৫ সালের মধ্যে এ মানের সকল প্রাইজ বন্ড ব্যাংক হতে পরিবর্তন করে নেওয়ার জন্য নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের সঞ্চয় ও পরিকল্পনা শাখা।
নির্দেশনায় বলা হয়, এই দুই অঙ্কের আর কোন প্রাইজ বন্ড ইস্যু করা হবে না।৩১ জানুয়ারির পর থেকে ১০ ও ৫০ টাকা মূল্যের প্রইজ বন্ড অচল হয়ে যাবে।এরপর আর এই প্রাইজবন্ড বিনিময় করা যাবে না তবে এই সময়ের মধ্যে দশ ও পঞ্চাশ টাকা দামের প্রাইজ বন্ড বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে নগদ টাকা সংগ্রহ করা যাবে।এছাড়াও এই বন্ড বদলে এককশত টাকা মূল্যমানের প্রাইজ বন্ড সংগ্রহ করা যাবে।
Discussion about this post