
বিডি ল নিউজঃ যশোরের এক আওয়ামী লীগ নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলায় আইনগত ব্যবস্থা নিতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। কিছু দিন আগে লন্ডনে এক সমাবেশে তারেক রহমান রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য রেখেছেন বলে অভিযোগ এনে ৯ নভেম্বর যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন। আদালত সেদিন পিটিশন গ্রহণ করে ১৩ নভেম্বর আদেশের তারিখ নির্ধারণ করেন। যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু ইব্রাহিম মামলাটির বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আজ বৃহস্পতিবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। মামলাটির ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হলো তা ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতকে অবহিত করারও নির্দেশ দেন বিচারক। বাদীপক্ষের আইনজীবী আলী রায়হান আদালতের নির্দেশদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post