বিডি ল নিউজঃ

ইন্টারনেটে ছাড়া এক অডিও বক্তব্যে সৌদি আরবের শাসকদের বিরুদ্ধে হামলা চালানোর ডাক দিয়েছেন ইসলামিক স্টেটের প্রধান আবু বকর আল-বাগদাদি। বৃহস্পতিবার প্রকাশিত হওয়া ওই বক্তব্যে বাগদাদি তার স্বঘোষিত খলিফা শাসন সৌদি আরবসহ আরও চারটি আরব দেশে প্রসারিত হচ্ছে বলে দাবি করেছেন।
সিরিয়ায় ও ইরাকে আইএসের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযান ব্যর্থ হয়েছে দাবি করে বিশ্বব্যাপী ‘জিহাদের আগ্নেয়গিরি’ ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
বিশ্বের শীর্ষ প্রাকৃতিক তেল রপ্তানিকারক সৌদি আরবে অবস্থানরত আইএসের সমর্থকদের দেশটির শাসকদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ও আল-হারামায়েন এর সন্তানেরা, সাপের মাথা ও রোগের উৎস ওইখানেই রয়েছে, জীবনের আশা ছেড়ে তরবারি ধর, কারণ সালোউলদের জন্য কোনো নিরাপত্তা থাকা উচিত নয়। ইসলামের সবচেয়ে পবিত্র দুটি স্থানকে আল-হারামায়েন বলা হয়, এই দুটি স্থানই সৌদি আরবে অবস্থিত। আইএস জঙ্গিগোষ্ঠী ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে নিয়েছে। জুনে ওই দখলকৃত এলাকাকে তারা খলিফা শাসিত ইসলামী রাজ্য বলে ঘোষণা করে। ভাষণে বাগদাদি দাবি করেন, তিনি লিবিয়া, মিসর, ইয়েমেন, সৌদি আরব ও আলজেরিয়ার সমর্থকদের থেকে বশ্যতা স্বীকারের প্রতিশ্রুতি পেয়ে তা গ্রহণ করেছেন।
খবরঃ বিবিসি।




Discussion about this post