বিডি ল নিউজঃ
অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের পতাকাবাহী একটি ট্রলার থেকে ৬ শতাধিক যাত্রীকে আটক করেছে নৌবাহিনী।
নৌবাহিনীর সেন্টমার্টিন ফরোয়ার্ড বেসের ইনচার্জ লে. কমান্ডার মোস্তফা কামাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।মোস্তফা কামাল জানান, নৌবাহিনীর জাহাজ বানৌজা দুর্জয় সাগরে টহল দেয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারণে ট্রলারটিতে তল্লাশি চালায়। এ সময় ট্রলারটির ৬ শতাধিক যাত্রীকে আটক করা হয়। জাহাজটিতে বেশ কয়েকজন দালালও রয়েছে বলে জানান তিনি।আটকের পর যাত্রী ও দালালসহ নৌবাহিনীর পাহারায় জাহাজটিকে সেন্টমার্টিনসের দিকে রওনা করানো হয়। তবে সন্ধ্যা পর্যন্ত জাহাজটি সেন্টমার্টিনসে পৌঁছায়নি।তিনি জানান, জাহাজটি সেন্টমার্টিনসে আনার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।তার ধারণা, ওই ট্রলারের যাত্রীরা অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার জন্য বাংলাদেশের উপকূল থেকে নৌযানে করে মিয়ানমার সীমান্তবর্তী সাগরে যায়। পরে তারা মিয়ানমারের পতাকাবাহী ওই ট্রলারে ওঠে।
Discussion about this post