বিডি ল নিউজঃ
পুলিশ বিভাগে নতুন করে গ্রেড-১ অর্থাৎ সচিব পদমর্যাদার ২০টি পদ সৃষ্টি হচ্ছে। এগুলো হবে অতিরিক্ত আইজিপি পদ। এছাড়াও গ্রেড-২ অর্থাৎ অতিরিক্ত সচিব পদমর্যাদার অতিরিক্ত আইজিপি পদ সৃষ্টি হচ্ছে ৪৭টি। গ্রেড-৩ এর ডিআইজি পর্যায়ের পদ সৃষ্টি হচ্ছে ১০৭টি। পুলিশ বিভাগের এ সংক্রান্ত প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এখন অর্থ মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।
গত মে মাসে পুলিশ সপ্তাহ উপলক্ষে ৫০ হাজার জনবলের একটা অর্গানোগ্রাম তৈরি করে প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছিলো। দাবি জানানো হয়েছিলো ওই অর্গানোগ্রাম অনুযায়ী নতুন পদ সৃষ্টির জন্য। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেননি। অবশ্য পুলিশ বিভাগ বসে থাকেনি। তারা নিজেদের মতো করে প্রস্তাব তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। ওই সময় স্বরাষ্ট্র সচিব পদে ছিলেন সিকিউকে মোস্তাক আহমেদ। তিনি এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেননি, যেহেতু বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে অনেক বিতর্ক রয়েছে। তাছাড়া এ ব্যাপারে সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো সাড়াও পাওয়া যায়নি। তবে পুলিশ সদর দফতর থেকে এ প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর জন্য তার ওপর চাপ ছিলো প্রচণ্ড। তিনি তাতে রাজি হননি। ফলে এ নিয়ে পুলিশ সদর দফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন চলছিলো। বাদানুবাদও হয় পুলিশ সদর দফতরের সঙ্গে তখনকার স্বরাষ্ট্র সচিব সিকিউকে মোস্তাক আহমেদের।
গত জুলাই মাসে স্বরাষ্ট্র সচিব পদে পরিবর্তনের পর পুলিশ সদর দফতর আবারো এটি নিয়ে তৎপর হয়ে উঠে। নতুন সচিব ড. মো. মোজাম্মেল হক খান পুলিশ সদর দফতরের ইচ্ছা অনুযায়ী কাজ করেন। তিনি পুলিশ সদর দফতরের প্রস্তাবটি কোনো সংশোধন বা পরিমার্জন ছাড়াই অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠান। বর্তমানে এটি অর্থ মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।
উল্লেখ্য, পুলিশ বিভাগে সচিব পদমর্যাদার ৬টি পদ ইতিমধ্যেই সৃষ্টি করা হয়েছে। নতুনভাবে এখন আরো ২০টি পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
Discussion about this post