বিডি ল নিউজঃ
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সড়কপথে যাত্রী ও পণ্য পরিবহনে জোটের দেশগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নেপালের কাঠমা-ুতে আসন্ন অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলো এই চুক্তিতে স্বাক্ষর করবে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘মোটর ভেহিকলস এগ্রিমেন্ট’ এর খসড়ায় এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, নেপালের কাঠমা-ুতে ২৬ ও ২৭ নবেম্বর অষ্টাদশ সার্ক সম্মেলন শুরু হচ্ছে। এর আগে ২২ নবেম্বর শুরু হবে মন্ত্রী পর্যায়ের বৈঠক। সম্মেলনে স্বাক্ষরের উদ্দেশ্যেই চুক্তিটি অনুমোদন করা হয়েছে। এ চুক্তিতে যাত্রী পরিবহন ও কার্গো পরিবহন কভার করবে। সব দেশ ও মন্ত্রণালয় এবং স্টেকহোল্ডারদের মতামত ও সিদ্ধান্ত নিয়ে এই ড্রাফট চূড়ান্ত করা হয়েছে, তা বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে। এখন সার্ক সদস্যভুক্ত সব দেশের মিনিস্টিরিয়াল
মিটিংয়ে ফাইনাল করা হলেই তা স্বাক্ষরিত হবে।
সচিব জানান, এ চুক্তিতে তিন ধরনের যানবাহনের কথা বলা হয়েছে। পণ্য ও মালামাল পরিবহনের জন্য ‘কার্গো ভেহিকল এবং যাত্রী বহনের জন্য ‘রেগুলার’ ও ‘নন রেগুলার প্যাসেঞ্জার ভেহিকল।’ রেগুলার হচ্ছে নিয়মিত বাস সার্ভিস বা এ ধরনের যানবাহন। আর নন রেগুলার হচ্ছে পিকনিক, স্টাডি ট্যুর, সামাজিক অনুষ্ঠান বা এ ধরনের উদ্দেশ্যে ভ্রমণকারীদের বাহন। ব্যক্তিগত যানবাহনও এতে থাকবে।
ভুটানের সঙ্গে বাণিজ্য চুক্তি নবায়নের প্রস্তাবেও সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এগ্রিমেন্ট অন ট্রেড বিটুইন দ্য রয়্যাল গবর্নমেন্ট অব ভুটান এ্যান্ড দ্য গবর্মেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’ শীর্ষক চুক্তি এবং এ সংক্রান্ত প্রটোকল নবায়নের প্রস্তাবে এই অনুমোদন দেয়া হয়েছে। গত ২০০৯ সালে দুই দেশের মধ্যে এ চুক্তি হয়, এবার তা নবায়ন করা হচ্ছে। ‘বাংলাদেশের সাথে ভুটানের ২৫ মিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। এর মধ্যে আমাদের আমদানির পরিমাণই বেশি।’ চুক্তি নবায়নের ক্ষেত্রে বাণিজ্য বাড়াতে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করার সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া প্রয়োজনে চুক্তি সংশোধনেরও বিধান রাখা হয়েছে। চুক্তি স্বাক্ষরিত হলে দুই দেশ বাণিজ্য সংক্রান্ত তথ্যবিনিময় করতে পারবে বলেও জানান সচিব।
মালয়েশিয়ায় জনশক্তি রফতানি সমঝোতা স্মারক ॥ মালয়েশিয়ার সঙ্গে জনশক্তি রফতানি সম্পর্কিত সমঝোতা স্মারকের সংশোধনী প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে জিম্বাবুয়ের সঙ্গে নিজ মাঠে ৩ ম্যাচের টেস্ট সিরিজ বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে এক প্রস্তাব গৃহীত হয়। মন্ত্রিসভায় বিশিষ্ট দুই নাগরিক, স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী ও একুশে পদকপ্রাপ্ত সৈয়দ মইনুল হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
মোশাররাফ হোসাইন বলেন, বৈঠকে বাংলাদেশ হাওর ও জলাশয় উন্নয়ন বোর্ডকে সংবিধিবদ্ধ সংস্থায় পরিণত করা সম্পর্কিত পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ফেরত দেয়া হয়। সংস্থাটিকে মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত রাখতে বলা হয়। মোশাররাফ হোসাইন বলেন, বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনীতিক ও তাদের পরিবারের সদস্য এবং সরকারী কর্মকর্তাদের ভ্রমণের জন্য ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদিত হয়েছে।
Discussion about this post