বিডি ল নিউজঃ আজ মঙ্গলবার দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে, গত সাত দিনে সড়ক দুর্ঘটনা যথেষ্ট কমেছে বলে সংসদকে জানিয়েছে মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মাহজাবিন মোরশেদের একটি সম্পূরক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, গত সাত দিনে বিআরটিএ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এখন পর্যন্ত মোট ৬৫০১টি মামলা করা হয়েছে, জরিমানা করা হয়েছে ৬৭ লাখ ৬২ হাজার টাকা, বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়েছে ৩৬ জনকে। ফিটনেস না থাকায় মোট ১১৭টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। গত সাত দিনে সড়ক দুর্ঘটনা যথেষ্ঠ কমেছে। অভিযান পরিচালনার ফলে এক সপ্তাহে দুর্ঘটনা ঘটেছে মাত্র ১৩টি যেখানে প্রতিদিনই ঘটতো ১৩টি করে। দুর্ঘটনা না কমা পর্যন্ত এমন সারপ্রাইজ অভিযান চলতে থাকবে। এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সড়ক সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যান চলাচলের জন্য সারা বছরই সড়ক সংস্কারের কাজ করা হয়। তবে বর্ষা মৌসুমে সড়কের ক্ষয়ক্ষতি বেশী হয় বলে ওই সময় সংস্কারের কাজ বেশী হয়।
মো. জিয়াইল হক মৃধার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক নিশ্চত করণের লক্ষ্যে জাতীয় মহাসড়কের ১৪৪টি দুর্ঘটনা প্রবণ স্থান চিহৃত করা হয়েছে। এজন্য সরকারি অর্থায়নে ৬৫ কোটি টাকা ব্যয়ে “ইমপ্রুভমেন্ট অব রোড সেফটি এট ব্লক স্পট ইন ন্যাশনাল হাইওয়ে” শীর্ষক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের ৪০ টি ব্লাক স্পটের মধ্যে ৩৩টি অন্তভুক্ত করা হয়েছে এ প্রকল্পে। বাকী ৭টি সড়ক পরিবহণ রক্ষনাবেক্ষণ সওজ এর মাধ্যমে ইতোমধ্যে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পথচারীদের মতে যানজটও কমেছে, তবে কিছু বাস কমে যাওয়ায় অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে, এই দুর্ভোগ কবে কাটবে তাই এখন অপেক্ষার বিষয়।
Discussion about this post