এস এইচ সৈকত, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফিনলে ভাড়াউড়া চা বাগানে মামলার আসামি ধরতে গিয়ে আসামিপক্ষের লোকজনের হামলায় সহকারী উপ- পরিদর্শকসহ (এএসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গত কাল মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সহকারী উপ- পরিদর্শক (এএসআই) সায়েক আহমদ (৪৫), জাকির হোসেন (৪৭) ও পুলিশ কনস্টেবল কাঞ্চন মিয়া (৫২)। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক মিনাক্ষী দেব নাথ বিডি ল নিউজকে জানান, আহত পুলিশ সদস্যরা রাতে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার জেমস ফিনলে চা কোম্পানির সহকারী ব্যবস্থাপক মাহমুদ হাসানকে মারধরের ঘটনায় সোমবার (১৭ নভেম্বর) উপজেলা ভাইস চেয়ারম্যানসহ তার তিন ভাইকে আসামি করে মামলা দায়ের করা হয়। পুলিশ মঙ্গলবার রাতে আসামিদের ধরতে গেলে আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়। মৌলভীবাজার জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discussion about this post