কয়েকদিন আগেই খবর মিলল, হন্ডুরাসের সাবেক সুন্দরী মারিয়া হোসে আলভারাদো তার বোন সহ নিখোঁজ হয়ে যান। হন্ডুরাসের সুন্দরী প্রতিযোগিতার আয়োজক এদুয়ার্দো জাবলা এক বিবৃতিতে জানান, ১৩ নভেম্বর থেকে দুই বোন নিখোঁজ। তবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মাত্র কয়েক দিন আগে উদ্ধার হল ‘মিস হন্ডুরাস’য়ের মরদেহ।
সেই সাথে পাওয়া গিয়েছে তার বোন সোফিয়ার দেহও। পুলিশের অনুমান, দুই বোনকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। মাত্র উনিশ বছর বয়সেই তার রূপের জাদুতে মুগ্ধ হয়েছিল হন্ডুরাস-সহ গোটা লাতিন আমেরিকার মানুষ। গত এপ্রিল মাসে আঠেরো জন প্রতিদ্বন্দ্বীকে টপকে মিস হন্ডুরাস প্রতিযোগিতায় জয়ী হন মারিয়া।
আগামী সপ্তাহ থেকে লন্ডনে শুরু হতে যাওয়া ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তৈরি হচ্ছিলেন হন্ডুরাসের সেরা সুন্দরী মারিয়া। কিন্তু তার আগেই এল দুঃসংবাদ। বুধবার সান্তা বারবারা শহরের পুলিশ উদ্ধার করেছে মারিয়া ও তাঁর চেয়ে চার বছরের বড় দিদি সোফিয়া ত্রিনিদাদের দেহ। জোড়া হত্যাকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে সোফিয়ার প্রেমিক প্লুটার্কো আন্তোনিও রুইত্স-সহ চারজনকে।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার থেকে দুই বোন নিখোঁজ হন। স্থানীয় এক পার্টি থেকে বেরিয়ে নম্বর প্লেট ছাড়া একটি গাড়িতে তাদের উঠতে দেখা যায়। কিন্তু তারপর থেকেই তাদের কোনও হদিস পাওয়া যায়নি। পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হলে তল্লাশি শুরু হয়। কড়া পাহারা বসানো হয় বিমানবন্দর ও গুয়াতেমালা সীমান্তবর্তী এলাকায়।
Discussion about this post