বিডি ল নিউজঃ
ডেঙ্গুর মতো কোনো রোগ তো হবেই না উল্টো মশাই বাঁচাবে মানুষের প্রাণ। বিশেষ প্রজননের মাধ্যমে এমনই একধরনের মশা তৈরি করেছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, এডিস মশায় প্রতিষেধক ব্যকটেরিয়া দিয়ে ডেঙ্গু ভাইরাসের প্রজনন নষ্ট করতে সফল হয়েছেন তারা। এ জন্য অস্ট্রেলিয়া থেকে ব্রাজিলে আনা হয় এডিস মশা। তাতে দেয়া হয় বিশেষ একধরনের ব্যাকটেরিয়া। যার অস্তিত্ব মেলে ৬০ভাগ পোকামাকড়ের মাঝেই।
এই মশার সাথে স্থানীয় মশার প্রজননের ফলে নতুন যে কীটের জন্ম হচ্ছে, সেটি ডেঙ্গু ভাইরাসমুক্ত। এই মশা কামড়ালেও মানুষের তেমন কোনো ক্ষতি হয় না। নতুন এই আবিষ্কারের পুরো কৃতিত্বই ব্রাজিলের অসওয়ালডো ক্রুজ ফাউন্ডেশনের গবেষকদের।
ওলবাচিয়া ব্যাকটেরিয়াযুক্ত এডিস মশাগুলো সপ্তাহে ৪০ থেকে ৫০ হাজার ডিম দেবে। ব্রাজিলের ঘনবসতিপূর্ণ এলাকায় রীতিমতো প্রাণঘাতী একটি রোগের নাম ডেঙ্গু। গেলো ৫ বছরে ৩২ লাখ মানুষ এই রোগটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮শ’রও বেশি।
প্রায়ই দেখা যায়, ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণে অনেক বাচ্চাই স্কুলে আসতে পারে না। এর ফলটা হয় সার্বিক। শারীরিকভাবে শিশুটি যেমন ক্ষতিগ্রস্ত হয় পড়াশোনার ওপরও প্রভাব পড়ে।
বিজ্ঞানীরা আশা করছেন, আগামী বছর ব্রাজিলে উল্লেখযোগ্য হারে কমে আসবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।
Discussion about this post