বিডি ল নিউজঃ
বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় পশ্চিমবঙ্গে গ্রেফতার জেএমবি কমান্ডার শেখ রহমাতুল্লাহ ওরফে সাজিদের স্ত্রী ও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী উইংয়ের প্রধান ফাতিমাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদেরকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
Discussion about this post