এস এইচ সৈকত, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ এম. এ মুমিত আসুক (৬৫) আর নেই। শনিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আসুক দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন । আসুক ৩ বার পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ২ বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার নাযার নামাজ আজ (২৩ নভেম্বর) দুপুর আড়াইটায় জুড়ী তৈয়বুন নেছা খানম কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।
Discussion about this post