বিডি ল নিউজঃ
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকীকে থেকেই গ্রেফতার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। অন্যথায় ঢাকা ঘেরাওসহ লাগাতার হরতাল কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কওমী মাদরাসা ভিত্তিক এ সংগঠনটি।
রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী এ হুঁশিয়ারি দেন।
বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেন, ‘মুরতাদ লতিফ সিদ্দিকীকে বিমানবন্দর থেকে দেশের মাটিতে নামতে দেয়া হলে ঢাকা ঘেরাও এবং লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে।’
উল্লেখ্য, মহানবী(সা.), হজ ও তাবলীগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে জয়কে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ায় একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আজ রবিবার রাতে ঢাকায় ফিরেছেন লতিফ সিদ্দিকী। তিনি রাত পৌনে ৯টয় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
Discussion about this post