এস এইচ সৈকত, বিডি ল নিউজঃ লতিফ সিদ্দিকীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে যে কোনো সময় হরতাল দেবে খেলাফত মজলিস। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মহানগর খেলাফত মজলিস আয়োজিত সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি জানান।
খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিম জালালী, মহানগর সহ- সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা শাহ মমসাদ আহমদ, মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা সামিউর রহমান মুছা, মাওলানা আরিফুল হক ইদ্রিস প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা এমরান আলম। পবিত্র হজ ও তাবলিগ জামায়াত নিয়ে প্রকাশ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী লতিফ সিদ্দিকী গ্রেফতারি পরোয়ানা নিয়ে নিরাপদে দেশে ফেরায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। একই দাবিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ডেকেছে দলটি।
এর আগে মজলিসের বিশাল মিছিল নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে সমাবেশ করে। এদিকে একই দাবিতে সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নগরীতে মিছিল সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর। লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২৪ নভেম্বর) আসরের নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম জেলার সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলার সহ-সভাপতি মাওলানা আশরারুল হক, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগরের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সিদ্দিকী, জমিয়ত নেতা মাওলানা মতিউর রহমান, মাওলানা আব্দুল মুহিত খান মুরাদ, মাওলানা লোকমান হাকিম প্রমুখ।
Discussion about this post